ঢাকাTuesday, 13 May 2025, 30 Boishakh 1432

১০ লাখ টাকা আর চাকরি পাবে নিহত ২ জাবি শিক্ষার্থীর পরিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৩ জুন ২০১৭ , ০৬:০০ পিএম


loading/img

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

বিজ্ঞাপন

শনিবার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিহত ২ শিক্ষার্থীর পরিবার নগর ১০ লাখ টাকা ও পরিবারের ২ সদস্য বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবেন।

বিজ্ঞাপন

সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৮ জুন খোলার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ৭ জুলাই থেকেই ক্লাস শুরু হয়ে যাবে বলে জানা গেছে। 

 গেলো ২৭ মে দিবাগত গভীর রাতে সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

ওইদিন উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে ৪২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। শিক্ষার্থীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাও দেয়া হয়। 

বিজ্ঞাপন

পরদিন সকাল ১০টার মধ্যেই সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এরে আগে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জাবি শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা।

এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী উপাচার্যের ভবনে ভাঙচুর চালায়। 

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ।

এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হটানোরও চেষ্টা করা হয়।  

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |